শহুরে কাব্যকথা ১

আর একটা সকাল দিলে

All we want is just another day

Setraj Jahan

--

ডাকবাক্স (the letter box), Snap by Setraj Jahan

আর একটা সকাল দিলে
জীর্ণ শীর্ণ আমার হলদেটে পাতার অপ্রকাশিত কাব্যগুলো
এই শহরের সমস্ত ধুলোপড়া ডাকবাক্সে জমা পড়তো

শুধু একটা শান্ত দুপুর পেলেই
আমার দিনের যত্নে মাখা ক্লান্ত সময়
অস্ফুটে ডাক দিয়ে যেতো,
সমস্ত অলিতে গলিতে

বরাবরের মতো একটা বিকেল পেলে হয়তো
বাস্তবতার ভারে ন্যুব্জ কোনো পথিক
প্রাণ ফিরে পেতো
আমার স্থিরচিত্রের গল্পে

যদি কোনোভাবে
একটা সন্ধ্যে পাওয়া যেতো
চায়ের কাপে অসমাপ্ত কাহিনী গুলো হয়তো
লেখা অসম্ভব হতো না

আর এই শেষ রাত্তিরটা পেলেই
নিশাচর শহুরেরা
হয়তো রাত জেগে একা কথা বলার অভ্যেসটা
একদম ছেড়ে দিতে পারতো

I don’t usually tag people on my post unless required. লজ্জার মাথা খেয়ে তোমাদের ট্যাগ করছি -_-

কৃতজ্ঞতা Suntonu Bhadra এর প্রতি , উনার বাংলা লেখা দেখে উৎসাহ পেয়েছি মিডিয়াম এ বাংলা লেখার

Monoreena Acharjee Majumdar, এখানে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, ভালোবাসা ❣,

Somsubhra Banerjee, সবসময় উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞ :)

Sahil Ray, Ifra Shahid, তোমরা আমার আবোল তাবোল লেখা পড়তে পছন্দ করো কেন জানি তাই ¯\_(ツ)_/¯
যদিও যতদিনে এই কবিতা পড়বে , আমি আরো বুড়ো হয়ে যাবো
তাও করে রাখলাম, স্মৃতি বলে কথা (●'◡'●)✍(◔◡◔)

Monoreena এর লেখা এই অসাধারণ কবিতাটা এখনো না পড়ে থাকলে পড়ে ফেলাই ভালো হবে মনে হয় সবার জন্য

‘আর একটা সকাল দিলে’ প্রথম প্রকাশিত — সর্বজয়া পত্রিকা, ফেব্রুয়ারী ২০২২ সংখ্যা

--

--

Setraj Jahan

From childhood to this age, writing has always engaged my heart with the soul. Now it’s my profession and my lovely little pursuit of deep satisfaction. :)